বিশ্ব ক্রিকেট ফিকচার-২০১৫




বিসমিল্লাহির রাহমানির রাহীম
বিশ্ব ক্রিকেট  ফিকচার-২০১৫।  ডাউনলোড করে রাখুন 

ঘোষণা করা হয়েছে ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ সূচি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর বসছে নিউজিল্যান্ডে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ২৯ মার্চ অস্ট্রেলিয়ায়। ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে তাসমান সাগর পারের দুই প্রতিবেশি। ২০১৫ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪ দলের খেলার সময়সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে

পুলতে রয়েছে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান স্কটল্যান্ড।পুলবিতে  রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত

দুই দেশের ১৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৪৯ টি ম্যাচ। এরমধ্যে গ্রুপ পর্বে ৪২টি, ৪টি কোয়ার্টার ফাইনাল, ২টি সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ রয়েছে।নিউজিল্যান্ডের ভেন্যুগুলো হচ্ছে-অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, হ্যামিলটন, নেপিয়ার, নেলসন ডুনেডিন। আর অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হচ্ছে- অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন, ক্যানাবেরা, হোবার্ট, পার্থ সিডনি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভাল স্টেডিয়ামে শ্রীলংকা নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আগামী বিশ্বকাপ। ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সমাপনী অনুষ্ঠিত হবে। বিশ্ব ক্রিকেট  ফিকচার-২০১৫  ডাউনলোড করে রাখুন। 


ডাউনলোড


   ডাউনলোড




অর্থ পুরস্কার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতায় $১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদানের ঘোষণা করে। অর্থ পুরস্কারের সংখ্যাটি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের তুলনায় ২০ শতাংশ বেশী। দলের সাফল্যের উপর ভিত্তি করে নিম্নরূপ অর্থ পুরস্কার প্রদান করা হবে:-
পর্যায়
অর্থ পুরস্কার (US$)
মোট
বিজয়ী
$,৯৭৫,০০০
$,৯৭৫,০০০
রানার-আপ
$,৭৫০,০০০
$,৭৫০,০০০
সেমি-ফাইনালে পরাজিত দল
$৬০০,০০০
$,২০০,০০০
কোয়ার্টার-ফাইনালে পরাজিত দল
$৩০০,০০০
$,২০০,০০০
প্রত্যেক গ্রুপ-পর্বে বিজয়ী
$৪৫,০০০
$,৮৯০,০০০
গ্রুপ-পর্ব থেকে বিতাড়িত দল
$৩৫,০০০
$২১০,০০০
সর্বমোট

$১০,২২৫,০০০
কোন দল যদি অপরাজিত অবস্থায় গ্রুপ-পর্ব থেকে চ্যাম্পিয়ন হয় তাহলে তারা গ্রুপ-পর্বের $৪৫,০০০ অর্থসহ সর্বমোট $,২৪৫,০০০ অর্থ পাবে। অন্যদিকে গ্রুপ-পর্ব থেকে জয়বিহীন অবস্থায় বিদায়ী দল কেবলমাত্র $৩৫,০০০ ডলার পাবে

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন